• ঢাকা
  • | বঙ্গাব্দ
Dana Electronics.

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত


FavIcon
মোঃ মাজেদুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2025 ইং
ছবির ক্যাপশন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত

গাজা ভূখণ্ডে গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০ জনে পৌঁছেছে। 

ওই হামলায় আহত হয়েছেন ৭১ জন। নিরলস এই হামলায় এখন পর্যন্ত আরও অন্তত এক লাখ ৯ হাজার ৭৩১ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু সোমবার (১৩ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৯ জন নিহত এবং আরও ৭১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।