• ঢাকা
  • | বঙ্গাব্দ
Dana Electronics.

ইরানের বাহিনীতে ১০০০ আধুনিক ড্রোন, আতঙ্কে কারা?


FavIcon
মোঃ মাজেদুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ইরানের বাহিনীতে ১০০০ আধুনিক ড্রোন, আতঙ্কে কারা?

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আজ সোমবারই এক হাজার নতুন ড্রোন হাতে পেয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর জানানো হয়েছে।

ইসরায়েল ও মার্কিন প্রশাসনের বাড়তি চাপ সামলে নিতেই ইরান এই উদ্যোগ নিয়েছে। 

এই ড্রোন ইরানের বিভিন্ন অংশে আইআরজিসির কাছে পাঠানো হয়েছে। তেহরানের দাবি, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনগুলো তৈরি করা হয়েছে।

এই ড্রোন দুই হাজারেরও বেশি পাল্লা, উচ্চ পর্যায়ের ধ্বংসাত্মক সক্ষমতা, রাডার ফাঁকি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা এবং নিজে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারার সক্ষমতা।

এই ড্রোন আইআরজিসির নজরদারী ও গোয়েন্দা সক্ষমতা বাড়িয়েছে বলেই দাবি করা হয়েছে। সেই সাথে ইরানি বাহিনী দূরবর্তী লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবে।

ইরানের নিজস্ব প্রযুক্তিতেই এই ড্রোন বানানো হয়েছে। দেশটির সামরিক বাহিনীর সদস্য, বিজ্ঞানী ও 'উদ্ভাবক'রা এই প্রকল্পে কাজ করেছেন।