• ঢাকা
  • | বঙ্গাব্দ
Dana Electronics.

তাড়াশে নারী উদ্যোক্তাদের উদ্ভদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষনার্থীদের চেক বিতরণ


FavIcon
মোঃ মাজেদুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2025 ইং
ছবির ক্যাপশন: তাড়াশে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালা ও প্রশিক্ষনার্থীদের চেক বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
সিরাজগঞ্জের তাড়াশে তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের উদ্ভদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার জাতীয় মহিলা সংস্থা তাড়াশের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুইচিং মং মারমা। বিজনেজের প্রশিক্ষক রিমঝিম সরকার সৃষ্টির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা তাড়াশের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন সোহাগ। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, পল্লি বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্র নাথ চক্রবর্তী, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার প্রমুখ। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।