তাড়াশে অবৈধ পুকুর খনন করায় ভেক্যু মেশিন আগুনে পুড়িয়ে নষ্ট
মোঃ মাজেদুল ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2025 ইং
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ভেক্যু আগুনে পুড়িয়ে নষ্ট করেছে কৃষকরা।
শুক্রবার গভীর রাতে পুকুর খননের সময় মাধবপুর, চক গোপিনাথপুর ও মথুরাপুর গ্রামের কৃষকেরা ডিজেল ঢেলে ভেক্যু মেশিন আগুনে পুড়িয়ে দেয়।
এলাকাবাসী জানায়, এভাবে পুকুর খননের ফলে অন্য জমি থেকে পানি নিষ্কাশনের সমস্যা হয়। ফলে ক্যানেলগুলো বন্ধ হয়ে পানি জমে থাকে।
[ ] ভেক্যু মেশিনের মালিক ভায়াট গ্রামের আব্দুল মতিন পুকুর খননের চুক্তি নেয়। খনন কাজ শুরু করলে এলাকা বেশি এলাকাবাসী এলাকাবাসী বিক্ষোভ করে ওই ভেক্যু মেশিন পুড়িয়ে দেয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ফসলি জমিতে পুকুর পুকুর খননের পুকুর বাড়ছে কিন্তু কৃষি জমি কমেছে প্রায় ১৫ হাজার বিঘা।
তাড়াশ থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ উপেক্ষা করে পুকুর খনন করার অপরাধে থানায় ৬ টি মামলায় আসামি ৩৫ জনকে আসামী করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা বলেন, পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়াও পুকুর খনন বন্ধে গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :