ওটিটির পর্দায় শাকিবের 'দরদ'...
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দরদ' এবার দেখা যাবে ওটিটির পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।
তিনি বলেন, "অনেকদিন আগেই আমরা সিনেমাটি ডিজিটাল মাধ্যমে বিক্রি করে দিয়েছি। আইস্ক্রিনে সিনেমাটি দেখা যাবে, কিন্তু মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।" এদিকে, আইস্ক্রিন তাদের ফেইসবুক পেইজে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছে, "দুলু মিয়াকে কী শেষ পর্যন্ত 'আইস্ক্রিন' এ খুঁজে পাওয়া যাবে ?"