মা-খালার কারণেই ডুবলেন টিউলিপ...
বাংলাদেশে শেখ পরিবারে টিউলিপ সিদ্দিককে নিয়ে গর্ব ও গৌরবের শেষ ছিল না। ৫ আগস্টের আগে পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে টিউলিপ সিদ্দিক ছিলেন বড় বিজ্ঞাপন। ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসেবে বাংলাদেশের জন্যও তিনি ছিলেন জাতিগত মর্যাদার প্রতীক। সেই টিউলিপ সিদ্দিক দুর্নীতির একাধিক অভিযোগ মাথায় নিয়ে মঙ্গলবার যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি)-এর পদ থেকে পদত্যাগ করেছেন। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।