প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2025 ইং
তাড়াশে পারিল মধ্যপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন
তাড়াশ
(সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পারিল মধ্যপাড়া মৎস্যজীবী
সমবায় সমিতি লিঃ এর পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা থাকায় সমিতির সার্বিক
কার্যক্রম স্থগিত চেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, তাড়াশ উপজেলা নির্বাহী
কর্মকর্তা এবং উপজেলা সহকারি কমিশনার ভূমি বরাবর আবেদন করা হয়েছে। আবেদনটি
করেন অত্র সমিতির সাবেক কোষাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। আবেদনে তিনি উল্লেখ
করেন পারিল মধ্যপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ যার রেজি নং ২৯৫, নিবন্ধন
নং ০০২৫৯। আমার সদস্য নং ১৬। অত্র সমিতিতে বিগত ২০১৪ সালের পরিচালনা
পর্ষদে আমি কোষাধ্যক্ষর দায়িত্ব পালন করেছি। আমার পরিচালনা পরিষদের মেয়াদ
উত্তীর্ণের পর গত ৯/৮/২০২২ ইং তারিখে আরেকটি পরিচালনা পর্ষদের নির্বাচন
অনুষ্ঠিত হয় এবং একটি নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু অতিব দুঃখের বিষয়,
উক্ত নির্বাচনটি আনুষ্ঠানিকভাবে না করে শুধুমাত্র কাগজে-কলমে নিজেদের
মনগড়া ভাবে কমিটি তৈরি করে জমা দেওয়া হয়। তারপরে শুরু হয় বিভিন্ন
অনিয়ম। বিশেষ করে তারা সমিতির অন্যান্য সদস্যদের শেয়ারের লভ্যাংশ প্রদান
করে না। যার দরুন তাদের বিরুদ্ধে আমি মহামান্য আদালতে গত ২৫/ ৯/২০২৪ তারিখে
মামলা দায়ের করি। যার মামলা নং ১২২/২০২৪। কমিটি ও সমিতির বিভিন্ন
অনিয়মের বিরুদ্ধে মামলাটি এখনো চলমান থাকার পরেও তারা নিজেদের মত
কার্যক্রম পরিচালনা করছে । যার ফলে আমি সহ সমিতির অন্যান্য সদস্যরা প্রকৃত
লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও কমিটি বিভিন্ন অনিয়ম করে যাচ্ছে।
ইতিপূর্বেও বিষয়টি জেলার সমবায় অফিসারকে লিখিত আকারে অভিযোগ করেও কোন
সমাধান পাওয়া যায়নি। এমতাবস্থায় আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া
পর্যন্ত অত্র সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী
সহ সমিতির পরিচালনা পর্ষদের সার্বিক কার্যক্রম স্থগিত করার জন্য
প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ গণ বিপ্লব ২৪