প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2025 ইং
তারুন্যের উৎসব তাড়াশে যুব সমাবেশ পিঠা উৎসব ও পুরুস্কার বিতরন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ চক্রবর্তী, পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস, ইন্সপেক্টর তদন্ত মোঃ নাজমুল কাদের, শিক্ষক প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির খন্দকার। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুস্কার ও উপস্থিত সবার মাঝে পিঠা বিতরন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ গণ বিপ্লব ২৪